পাপ
*****
মন্দ কর্ম যাই হোক তাই হলো পাপ
পাপ থেকেই জম্ন নেয় যত অভিশাপ।
অন্যের বিরুদ্ধে রচিত মন্দ আচরণ
অনিষ্ট চিন্তায় নিহীত পাপের বিচরণ।
স্রষ্টার বিরুদ্ধ কথায় পাপের মাত্রা বড়
সকল ধর্মের একই কথা স্রষ্টা নয় জড়।
পাপের ভারে দুরত্ব বাড়ে মানুষ ও স্রষ্টার
ক্ষমাহীন পাপ- অধিকার লুন্ঠন ও হত্যার।
পাপ ও নিষেধাজ্ঞার আছে কিছু তফাৎ
ধর্ম বৈষম্যে নিষেধাজ্ঞার ভিন্ন ভিন্ন পাপ।
সনাতন ধর্মাবলম্বী’র যা কিছু আছে শুদ্ধ
মুসলিম, খ্রীষ্টান, ইহুদির তা হলো নিষিদ্ধ।
আইন লঙ্ঘন অন্যায়, সীমা লঙ্ঘনে পাপ
প্রতিটি পাপী ধারণ করে শয়তাদের স্বভাব।
ধার্মিকতা সৎ উপায়, অধর্ম বলে কিছু নেই
স্রষ্টাকে যে অস্বীকার করে বড় পাপী সেই।
==========
লেখা: ২২/১২/২০২২ইং, ঢাকা।