পালাবদল
*******
কষ্ট কোন পরিহাসের খোরাক নয়
নয় কোন ভর্ৎসনার বিষমাখা তীর
কষ্টেরও নিজস্ব প্রাণ আছে
আছে অনুভবের প্রবল শক্তি
তাইতো সে কাঁদাতে পারে
আবার হাসাতে পারে নিন্দুককে।
নীরবতা মানেই ভুলে যাওয়া নয়
কিছু নিরবতা গতিশীলতার সঙ্কেত
হেরে যাওয়া মানে ব্যর্থতা নয়
গাছের পাতা শুকায়, ঝরে যায়
এক পায়ে দাঁড়িয়ে থাকে কষ্টে নিরব হয়ে
অসহায়, মলিন, জরাজীর্ণ, যেন মৃত
পালাক্রমে দিন বদলায়, বিলীন হয় রুক্ষতা
সজীবতায় জেগে উঠে নতুন পাতা নিয়ে।
নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কিছুই নয়
তেজ-ধূর্ততা, সরব-নিরবতা পালাক্রম মাত্র
তেজদীপ্ত সূর্যটাও পড়ন্ত বিকেলে নিস্তেজ
গোধূলি সময়ে বন্ধ নিঃশ্বাস, সন্ধ্যা রাতে মৃত
মধ্য রাতে সমস্ত পৃথিবীটা যেন তার বুকে
আবার জেগে ওঠে সকালে সুপ্রভাত হয়ে
পালাক্রমে আবার প্রখরতা, নিস্তেজ ও মৃত।
জীবনের পালাবদল ব্যতিক্রম কিছু নয়
প্রকৃতি ও জীবন পালাপদলের খেলা
আশা-নিরাশা, সুখ-অসুখ, আনন্দ-নিরানন্দ
সবই নশ্বর, পরম্পরা, একে অপরের পিঠে
যেমনটা দিনের পর রাত, রাতের পর দিন।
তবে এমনটা কেন হয়?
দুধ-ভাতের থালায় মাছির ভ্যান-ভ্যান
পানি-ভাতে একটি পিপড়াও উঠেনা!