পাখি
****
পালক ও পাখা বিশিষ্ট দ্বিপদী প্রাণী
দশ হাজার প্রজাতির আছে উপশ্রেণী।
পাখিদের আবির্ভাব হয় জুরাসিক যুগে
আজ থেকে প্রায় ষোল কোটি বছর আগে।
ডাইনোসরের বিলপ্তি কোটি বছর হয়
একমাত্র বংশধর পাখিরাই জীবিত রয়।
মৌ হামিংবার্ড দু’ইঞ্চি সবচেয়ে ছোট পাখি
নয় ফুট দেহধারী সবচেয়ে বড় উটপাখি।
পাখির আছে চার প্রকোষ্ঠ অবাক হৃদপিণ্ড
সরীসৃপ, স্তন্যপায়ীর মত আছে মেরুদন্ড।
সব পাখির ডানা আছে উড়তে পারে অসীম
ব্যতিক্রম শুধু উটপাখি, মোয়া আর পেঙ্গুইন।
বহুপতি-বহুপত্নী বাদ পাখিদের মাঝে আস্থার
খোলক বিশিষ্ট ডিম পেড়ে করে বংশ বিস্তার।
নীজের বাসায় মা-বাবা উভয়ে ডিমে দেয় তা
বাচ্চাদের বেশ কিছু দিন ছাড়ে না তারা একা।
কাক ও টিয়া প্রজাতি সবচেয়ে বুদ্ধিমান
প্রজন্মের পর প্রজম্নে থাকে সমমান জ্ঞান।
দৃষ্টিতে, ডাকে বা শিষে করে যোগাযোগ
মায়াবতী স্ত্রী পাখির থাকেনা অভিযোগ।
অধিকাংশ পাখি বাস করে সামাজিক আকারে
ছোটখাটো হাতিয়ার বানাতে কৌশল রপ্ত করে।
ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় দলবদ্ধতায় চলে
সম্মিলিত মোকাবিলা করে শত্রুর কবলে।
=================
লেখা: ২২/১০/২০২২ ইং, ঢাকা।