অভিশাপ
******
কষ্ট পেয়ে সহ্য করলে প্রতিদান তার আসে
ব্যথা ভরা ফরিয়াদে অভিশাপ বলে তাকে।
অভিশাপের মাপ আছে হতে হয় যুক্তিযুক্ত
যথাযথ না হলে বিপরীত শাস্তির উপযুক্ত।
অপছন্দের ধ্বংস বিনাস কামনা করে অভিশাপ
নি:সন্দেহে অমানবিক, গর্হিত ও হারাম কাজ।
অগ্নিশর্মা কষ্ট নিয়ে বিধাতার কাছে দেয়া বিচার
না চেয়ে হেদায়েত, চায় গজব যেন আসে স্রষ্টার।
সব মাযহাবের একই কথা ধ্বংস কামনা অনুচিত
অনেক সময় অভিশাপের ফল হয় হিতেবিপরীত।
বিধাতা জানেন সবকিছু তার বিচার অতি সূক্ষ্ম
কি অন্যায়ের কি শাস্তি সেটাই তার কাছে মূখ্য।
বিরাগ মনের অবুধ ফরিয়াদ কৃতের চেয়ে বেশি
বিধাতার বিচারে সমতা না হলে তিনি হন অখুশি।
কিছু চেয়ে ব্যর্থ হলে যদি মরণের অভিশাপ রয়
এমন লালত ফেরত এসে অভিশাপকারীর হয়।
বিচার তখন উল্টো হয়ে অভিশাপকারী বিপাকে
ছোট-খাট অন্যায়ে তাই জড়াতে নেই অভিশাপে।
অভিসম্পাত করা মন্দ কাজ হীন মনের পরিচয়
অভিশাপ নয়, হেদায়েত কামনায় রব খুশি হয়।