অভিমান
**********

মৃদু রাগের অনুভূতিতে সাময়িক উপেক্ষা
সম্পর্কের অধিকারে হতে পারে তা মূখ্যতা।
পরিধিতে অনেক বিস্তৃত স্বত্ত্ব আধিপত্যের
অভিমান হতে পারে পতিত মান বিনাসের।

প্রকাশিত অপ্রকাশিত অন্তর্নিহিত আবেদন
হতে পারে সঠিক কিংবা ভূল বুঝার উপক্রম
অধিকার আছে যার তার ই জাগে অভিমান
সূক্ষ্ম অনুভূতির ছোয়ায় হতে হবে আস্থাবান।

অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা
অভিযোগ, অনুযোগ বাড়তি প্রাপ্তির আশা।
অন্তরালে লিপ্সা থাকে সঠিক অর্থের ব্যাখা
অভিমান ক্রুদ্ধতা নয়, অবিচ্ছেদী নিরবতা।

অভিমান শোভনীয় পারষ্পরিক ভালবাসায়
ভূলগুলো মরে যায় সঠিক উপলব্ধির কথায়।
কাছে আসে অনেক বেশি থাকে মনের টান
ভালবাসে যে যারে ভাঙাবে সে তার অভিমান।