অভিযোগ
***********
অভিযোগের তালিকা মহাবিশ্ব দীঘল
জ্ঞাত-অজ্ঞাত, মানা-অমানা সমূদয়
স্থলে, জলে, বাতাসে, আকাশে সর্বত্র
সবদিকে, সর্বস্থানে; সরবে, সর্বমনে।
অনুযোগ অতিবেশি অসহনীয় নয়
নিস্পত্তি সহজ- যেমন ধান থেকে চাল।
অভিযোগ পদোন্নতি পেয়ে হয় দোষারূপ
যেন তালের রস থেকে গন্ধগোকুল তাড়ি।
অভিযোগ এক মন ভাংগা বিধ্বংসী খেলা
হারিয়ে যায় সম্পর্কের ক্ষেত্র ও সৌন্দর্য
জিতে গিয়েও হেরে যায় প্রাপ্ত হিত শান্তি
জীবন হয়ে যায় অর্ধাঙ্গ প্যারালাইসিস।
কোন অভিযোগ শুধু কথার কথা নয়;
ঘৃণ্য অভিযোগ একটি গলা কাটা মৃত্যু
দর্শক থাকে স্পর্শক থাকেনা পাশে
মূর্ছিত হয়ে নিজের শেষ নিজে দেখা।
তুচ্ছতা বাড়ানোর মূল মস্ত্র হলো অভিযোগ
সংসার, সমাজ, দেশ রাজনীতির খেলায়
অভিযোগের কারখানায় নিত্য নতুন ফাঁদ
বেড়িটা সে পায়ে- যে পা লাথি দেয়া শেখেনি।
।।।।।।।।।।