অসহনীয়
*********
মানুষ- তুমি এতটা নির্মম কেন?
এতটা দাম্ভিকতার কি প্রয়োজন?
রন্ধ্রে-রন্ধ্রে, পরতে-পরতে অহংকার
আস্ফালনের দাপটে আচ্ছন্ন চারদিক
কুকুর, বিড়াল, ইদুর লুকোয় বিণৎ বিদ্রুপে
বড়াইয়ের তীব্রতায় শরীরে যে কটু দুর্গন্ধ
কস্তুরি ও উদের সুগন্ধ নিরর্থক বিস্তার।
দেখেছি একের হাসিতে অন্যের কান্না
দেখেছি বুকে রক্তক্ষরণের অমেয় ধারা
অহংকারের শঠতায় আপাদমস্তক যম
মরুর তপ্ত বালিতে সরীসৃপের বুকে যে কাঁপন
অনুভবে ধরে তেমন কম্পন মাঘের শীতেও।
বৈশাখী হাওয়ায় বালিঝরে আচ্ছন্ন হয় চোখ
পানির ঝাপ্টায় নিঃসৃত হয়ে কেটে যায় আবিষ্ট
দাম্ভিকতার দহণের ঘা সিক্ত থাকে আজীবন।
আমি রোদ আর মেঘের খেলা দেখেছি নিরবে
দেখেছি উত্তাল জোয়ারে নৌকার জীবন যুদ্ধ
কান পেতে শুনেছি তীর বিদ্ধ শাবুকের আর্তনাদ
হাতে নিয়ে উলটে পালটে দেখেছি জ্বলন্ত কয়লা
আপত্তি হলেও অনাপত্তিতে চোখ সয়ে গেছে
মন মেনে নিয়েছে সব কিছু ব্যতিক্রম ধারায়
শুধু মানেনা দর্পযুক্ত দাম্ভিকের অহংকারী বচন
অহংকার ও দাম্ভিকতা সবসময়ই দাম্পত্যহীন।