আমি নষ্ট করেছি তোমায়
অসম অধিক ভালবাসায়,
পাওয়ার আনন্দে বিভূর থাক বলে
না পাওয়ার কষ্ট বুঝনি কখনও।
চেয়েছ যখন, পেয়েছ তখন
দিয়েছি উজার করে
প্রশ্ন করে জানিনি কভূ
কোথায়, কেন, কিসের প্রয়োজন।
আমি নষ্ট করেছি তোমায়
অসম শুভ্র ভালবাসায়,
পেয়েছি কি ভাবিনি কভূ
জানতে চাইনি আমার ঝুলির শূন্যতা
যা করেছ, যা বলেছ,
ভেবে নিয়েছি এটাই ভালবাসা।
তোমার মোহে আটকে থাকা মন
যা শুনেছে তাই মেনেছে বিশ্বাসে
ভালবাসা যে অন্ধ
প্রমাণ দিল আমার মনের নাদেখা।
আমি নষ্ট করেছি তোমায়
অসম পাগল করা ভালবাসায়,
কাটার আঁচড় লাগবে বলে
নিজে ছিড়েছি টবের গোলাপ,
পায়ে যেন আঘাত না পাও
সমস্ত মেঝেতে নরম কারপেট,
কষ্ট পাবে বলে নষ্ট করেছি
সকল সুন্দর পারিবারিক সম্পর্ক
আর বন্ধুদের হারিয়েছি অবহেলায়।
শুধু তোমাকে পাওয়ার আরাধনায়
নষ্ট করেছি নিজেকে আমি
না বুঝার অর্থহীন ভালবাসায়।।