কতটুকু কষ্টে কেঁদেছি আমি!
হাতুড়ির মায়াহীন শত আঘাতে
দিখন্ডিত হয়েছে যে পাথরটি
কষ্টগুলো শুধু পাথরটাই বুঝতে পারে।
কতটুকু যন্ত্রনায় জ্বলেছি আমি!
ঘনঘনে আগুনের নীল শিখায়
চামড়া কুচকে পুড়ানো যে ভরতা বেগুন
যন্ত্রনাটা শুধু সেই বেগুনটাই জানে।

মনের দায়ে মন চেয়েছিলাম আমি
বিলাশী তুমি ধন পূজায় মত্ত জীবন
কম্বলে ঢেকে বিবস্ত্র দেহ উষ্ণতায়
অকাতরে বারংবার বিলিয়েছ মান
গভীর চাপে করেছ লালসা'র খেলা
ঝুকিয়েছ শরীর, করেছ মনের অপমান।

কতটুকু বিষে নিলাভ হয়েছি আমি!
গোখরা সাপের বিষাক্ত ছোবলে
নিথর দেহে পড়ে থাকা কুলা ব্যাঙ
নিলাভ কষ্ট শুধু সে ব্যাঙটাই বুঝে।
কতটুকু বিভাজনে বিভজ্য আমি!
৩ কে ২ দ্বারা বিভাজনে যে অবশিষ্ট ১
বিমূঢ় ভাবে যখন নিচে একা পড়ে থাকে
বিভাজনের যন্ত্রনাটা সেই ১ ই জানে।

বুদ্ধি ও বিবেকের সমষ্টিগত রূপ মন
মনের গভীরে যে আকাঙ্ক্ষা তাই চাওয়া
চাওয়ার দীর্ঘ বহরে প্রাপ্তির নাম পাওয়া
পাওয়ার যে অনুভূতি তাই সুখ আর কষ্ট।
আমি সেই কষ্টের কয়েকটা কাব্য লিখেছি
মনের কান্না, যন্ত্রনা, বিষ আর বিভাজনে।
পড়ে নিও কভূ যদি উপলব্ধি আসে
একাকী যখন পরে রবে সম সম্ভারে।
যে হাহাকারে শূন্য আমার বুক
সে শূন্যতা যেন তোমায় স্পর্শ না করে।