অনাস্থা
********
নিঃশর্ত বিশ্বাসে যাকে ধরে
অবিশ্বাসের বিষ ছিটালেও
বিশ্বাস কখনও নাহি ঝরে।
সম্মান আসে না যার উপরে
পাহাড় সমান আস্থা দিলেও
অনাস্থার পঞ্চভূত নাহি সরে।
অযোগ্য মনের যোগ্য চাপ
বেশি বোধে অসঙ্গত প্রভাব।
প্রণয়ে যখন নিন্দার কবল
ফুলে যেমন বিষের ছোবল।
মুক্ত বাতাসে জ্বলে আগুন
দমকা বাতাসে বাড়ে দ্বিগুন।
সাগরের বুকে আগ্নেয়গিরি
হাঁটু জল পেরুতে ভাসে তরি।
জীবনের যেমন মৃত্যু শ্রেয়
বাড়তি জীবনের নেই মোহ।
উদার জীবনের বৃহৎ ক্লেশ
বিধ্বংস হয়েও হয়না শেষ।
পার্থিব জীবন বড় অভিশাপ
হিংসা দ্বন্দ্বের অসম পরিমাপ।
এক মূহুর্তের অতিরিক্ত জীবন
অপরাগতার বোধ ঘাড়ে বহন।
অন্তর্ধাণে আমি যখন পরপারে
ঠায় দাঁড়িয়ে দোযখের কিণারে।
বেষ্টিত যখন আগুনের নিঃশ্বাস
তখনও তোমার নিরব অবিশ্বাস।
।।।।।।।