অকারণ
*********
আর কত কাল থাকবে তুমি দূরে
আসবে বুঝি আমার মরণের পরে!
যন্তনার ভার মনে যে আর ধরেনা
এক মনে আর এতসব কিছু সয়না।
দিয়েছিলে কথা আমৃত্যু সাথে রবে
সবকিছু ভূলে থাকবে আমার বুকে।
তবে সব কেন এমন হলো আমার!
ক্ষণিকেও কি মনে পরিনা তোমার!
হারালে তুমি মিছে ভূলে অভিমানে
উল্কার মতো দূরে সরে চলে গেলে।
একটি বার সত্যটা খুজে দেখলেনা
বিশ্বাসের আড়ালে ছিল শুধু ছলনা।
খুজে দিন শেষে গুমর কান্না আসে
না দেখলেও চোখে তবু যেন পাশে।
তুমি ছাড়া সব শূন্যতায় ভরে আছে
দিব্যি আমার অটুট ভূলনি তোমাকে।
।।।।।।