অযাচিত
*************

আমি কার? কে তোমার?
সে কোথায় যে বলে আমার!
নিজের পাই যাকে সকালে
অন্যকে খোঁজে সে বিকেলে
সাঁঝ বেলায় বেগতিক আনাগোনা  
মধ্যরাতে হয় পুরোপুরি অচেনা।

আমি যার সে কি আমার?
আবশ্যকতা অন্য কামনার
অনুকূলে যা পাই এখন
সম্মতিতে ফুরায় যখন-তখন
জানিনা কখন কে তোমার
অযথাই বলা তুমি আমার।

বৃক্ষের পরিচয় হয় ফলে
পুরুষের পরিচয় মনোবলে
আমার পরিচয় হয়েছে যার
তার পরিচয় হয়নি আমার
সম্ভোধনে অসাধারণ প্রীতি
পরিচয়ে হয়েছে বড় দুর্গতি।

তোমার তরে তুমি থাক
আমার কাছে আছি আমি
তোমাকে জড়ালে সুসম্পর্ক
আমার কাছে নিছক বেইমানী।