অধিকার
******

অধিকার!
তুমি বৈষম্য আর অসমতায় বেষ্টিত এক নাম
তুমি বিরহিত শোষকের লিপসা লালসা
তুমি প্রবঞ্চনার লক্ষ মেধাবীর ঘাতক
তুমি স্বাধীন দেশে স্বপ্ন ভাঙা জাঁতাকল  

অধিকার!
তুমি প্রবঞ্চনার উত্তাল শাহবাগ চত্বর
তুমি অনামিশা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
তুমি মুখরিত শিক্ষালয়ের বন্ধ ফটক
তুমি৷ বঞ্চিত ছাত্র-জনতার মুষ্টিবদ্ধ হাত।

অধিকার!
তুমি কেড়ে নেয়া হাজার মায়ের স্বপ্ন  
তুমি স্বৈরাচারের শৃঙ্খলিত অসম বন্টন
তুমি স্কুল পড়ুয়া অবুঝ সন্তানের স্লোগান
তুমি বাবা মায়ের 'সন্তান বাঁচাও' আর্তনাদ।

অধিকার!
তুমি দু'হাজার চব্বিশের উত্তাল রক্তাক্ত রাজপথ
তুমি জন সমুদ্রের আলাপ হীন অগস্ত্যযাত্রা
তুমি নির্বিচারে স্বৈরাচারের গুলি, রাবার বুলেট  
তুমি আবু ছাইদের বুক পাতা অদম্য সাহস।

অধিকার!
তুমি মেধাবীকে রাজাকার বানানোর স্লোগান
তুমি সবুজ পতাকা রক্তিম করা বিপনি বিতান
তুমি প্রেমিক প্রেমিকার যুগলবন্দী পরিণয়ের অপেক্ষা
তুমি ভাইয়ের অপেক্ষায় রাত জাগা বোনের ক্রন্দন।

অধিকার!
তুমি লুন্ঠিত হওয়া গণভবন আর জাতীয় সংসদ
তুমি আয়না ঘরের শত জনতার জড়িত কংকাল
তুমি স্বৈরশাসনের প্রতিবাদে নিঃসংশ অত্যাচার
তুমি হারিয়ে যাওয়া ছাত্র-জনতার বুক ফাটা ক্রন্দন।