উঁচু-নিচু
*********
আমি মাটিতে রবো মাটিতে শোবো
উঠতে চাইনা উপরের উঁচু শূন্যতায়।
দৌড়াতে চাই ধুলো মাটির এ ভিটায়
চাইনা দাঁড়াতে উঁচুতে- শূন্য ভরসায়।
মাটি আমার বিভোর গন্ধের নিঃশ্বাসে
ঘুমিয়ে পরি সবখানে অপার বিশ্বাসে
উঁচু শূন্যতায় ধরার কিছু নাই- ফাঁকা
আকাশ বিশাল হলেও শুধুই শূন্যতা।
আমার মাটিতে জবা, বকুলের মেলা
তোমার উঁচুতে খ্যাপা ধুমকেতুর খেলা
মাটিতে আছে পাহাড়, নদী ও ঘনবন
উঁচুতে শুধু হিংস্র বজ্র মেঘের গর্জন।
আমার মাটিতে বক শালিকের বাস
তোমার উঁচুতে ক্ষেপণাস্ত্রের বিকাশ।
আমার মাটিতে বাশ বাগানের ঘ্রাণ
অভিলাষী শূন্যে চলে চক্র শূন্যযান।
রংধনুর রংগের খেলা মাটির উঁচুতে
মুহূর্তে যায় হারিয়ে তার ইচ্ছেমতে।
আমার মাটির রঙ অটুট সারাক্ষণ
কেঁদে কেঁদে কাদা হয়ে করে আপন।