অবধারিত
**********

মানুষ প্রায় সবকিছু নিজের করে চায়
শুধু চায় না মৃত্য।
অথচ এ মৃত্যুই মানুষের সবচেয়ে আপন
কাওকে ছাড়েনা, কাওকে ভূলে না।
তবুও মৃত্যুর ভালবাসায় কেহ সুহৃদ হয় না
পালিয়ে বেড়ায় তার সাথে মিশে থেকেও
সুখের বদলে দুঃখ নিতে রাজী; মৃত্যু নয়
ছুড়ে ফেলে আপনজন; তবু মৃত্যু মানে না।

মৃত্যু কোন যন্ত্রনা নয়; সংশয়শূন্য কান্না
সহজ কাম্য নয় কোন মানুষের কাছে
তবু মৃত্যু আসে অবধারিত ভাবে, আসবেই
মৃত্যুর পরোয়ানায় কোন জামিন নেই।
গাছের ডগায়, পাতালের শেষ স্তরে,
অগ্নিকুন্ড কিংবা বরফে জমে থাকলেও
মৃত্যু ধরবেই তাকে যার প্রাণ আছে
অনিবার্য, কোন সংশয় নেই যে ঘটনের।

তবুও বাঁচে প্রাণ বাঁচার আকাঙ্ক্ষায়
মৃত্যুর তাড়া খেয়েই বেচে থাকে মানুষ
ক্ষণিক ভূলে মত্ত থাকে জীবনে
করেনা অন্বেষণ অবসান; পাবে না বলে।
অনাহারে থাকতে রাজি চিরসুখী মানুষটি
তবুও মৃত্যুকে মেনে নিতে পারে না
নিরন্তর কাওকে না কাওকে মারছে মানুষ
উপলব্ধির অবসান সমাধানে খুঁজেনা।
।।।।।।।।