অভাব্য
********
আমি অবিরত নিরাকার হয়ে রই
আকারে প্রকাশ আমার বারণ
বিস্তার পৃথিবীতে নিস্তার শূন্য মানুষ আমি
অসহ্য রূপে প্রকাশ পায় আমার দেহের ছায়া
মায়াভরা মন আমার!
কৃত্রিমতার ছলা বলে প্রকাশ করে কুটুমেরা।
বাস্তবতা ছেড়ে আমি বিচরণে থাকি শূন্যতায়
রাতের আধারে চোর ডাকাতের যে প্রলোপন
আমায় দেখে তেমন করে ফিসফিস আওয়াজ
ঘৃণীত নয়নে নিন্দিত রাখে!
অবহেলার কথায় বুঝি আমার অনুপযোগিতা
আমি পিষে মরি দম ফাটা রুদ্ধ শ্বাসের ঢেঁকুরে।
আমার কাছে বাজিগরের কোন কারিশমা নেই
নেই কোন চাপাবাজির আপ্লুত প্রলাপের বুলি
কায়া হীন ছায়া হীন বিচরণে থাকি একা
লুকিয়ে রাখি ইতস্তত একটু শব্দ ঘটার ভয়ে।
আমি সৃষ্টিতে উত্তম;
উপমায় অধমের চেয়েও নরাধম, অবনত
শিক্ষার দীক্ষায় সুসজ্জিত শিক্ষিত
স্বভাবে সেজেছি গর্হিত ভয়ঙ্কর, গণ্ডমূর্খ
ব্যবহারে রাখি শুদ্ধ আচরণ;
শ্রুতিতে শোনায় কর্কশ, কঠিন খরখরে
মানুষ আমি সত্য;
তবুও অভাবনীয় এক জন্তু রূপের প্রকাশ।