অবেদ্য
********

দিনের শুরুতে মনে ঝাঁকুনির চতুর্দোল
কথার কথা বা গল্প শোনার হিল্লোল নয়
বিশেষ বিবেচিত মনে অবেধ্য কথার গল্প
বিনা সুরে বাঁশি বাজে যেমন তাল-বেতাল
তেমনি খালি কলসে তবলার শব্দ আসে না
যেজন শুনেছে সেজন বুঝেছে একাকী নিরবে।

কিছু গল্প শুধু নিজেকে নিজে শুনাতে হয়
বক্তা ও শ্রোতা নিজেই নিজের মঞ্চে
মন যখন বলে মুখ তখন নিষ্পাপ
কানের শোনাতেও কোন অপরাধ নেই
অপরাধী শুধু ক্ষণ ও অপেক্ষারত স্থায়িত্ব
যেমনটা অপরাধ মৌমাছির মধু আহরণ।

কিছু প্রশ্নের উত্তর হয় শুধুই নিরবতা
কথা বলা বা না বলা যেখানে ব্যবধানহীন
সত্য-মিথ্যার ফারাক সেখানে থাকেনা।
অতীত ও ভবিষ্যতের সমন্বয়ক বর্তমান
সকালের আলো দিয়েই রাতের পর দিনের শুরু
কিন্ত সন্ধার নিঝুম অন্ধকার ছাড়া রাত নামেনা
জীবনের গল্পগুলোও আলো অন্ধকারের খেলা
জীবনে আলো থাকেনা, আলোকিত করতে হয়।