অবাঞ্চিত
***********
ব্যথিত কথার অবাঞ্চিত সুখ
ক্ষুদার্ত মুখে যেন এক ফালি হাসি
আত্নহারায় আত্নগোপন করে কষ্ট
যদি কথার মাঝে থাকে অভিরাম সুখ।
যা কিছু ঘটার সম্ভাবনা অসম্ভব
তাও ঘটে যায় বাস্তবতাকে এড়িয়ে
যদি তাতে থাকে যোগ্যতা ও প্রত্যয়
অপ্রত্যাশা শিহরিত হয় ঈষৎ ছোঁয়ায়।
প্রত্যাশা চিরন্তন অপ্রত্যাশিত নয়
কান্নার মাঝেও সুড়সুড়ি হাসাতে পারে
সুড়সুড়ি বা কাতুকুতুর গলিত শিহরণ
আবরণে থাকা অতর্কিত হাসির উন্মোচন।
কোথাও কোন হাসির খোরাক না থাকলে
সুড়সুড়িতে তার ঝলক লেপটে থাকে
বাস্তবতা এভাবেই অপ্রত্যাশাকে আকস্মিক করে
আচম্বিত ঘটে যায় যা ঘটার যোগ্য নয়।
কিছু কথা আছে সহসা বিঘটিত
যা শুনলে বদ্ধ মূখ খুলে যায় পূর্ণ হাসিতে
আবার খোলা মুখ চুপসে যায় তমসায়
কথার শক্তি অনেক প্রগাঢ় গম্ভীর গভীর।
।।।।।।।