নতুন প্রত্যয়
********

যুদ্ধ করে ছাত্র জনতা আদায় করেছে অধিকার
মনন চিন্তায় গঠন করতে হবে নতুন সরকার।
শত বা হাজার শহীদ হয়েছে যেও না তাদের ভুলে
যোগ্য সম্মান দাও এখনি যায় না যেন ঝুলে।

আঘাতে যারা চিকিৎসাধীন সহায়তা দাও তাদের
মৌলিক অধিকার নিশ্চিত করো পঙ্গুত্ব যাদের।
যাদের রক্তে অর্জিত অধিকার ভুলনা তাদের অবদান
রাষ্ট্রীয়ভাবে দিতে হবে তাদের শহীদ গাজীর সম্মান।

খালি হয়েছে যে মায়ের বুক পূর্ণ হবে কি আর?
সান্তনা টুকু পেতে পারে ফাঁসিতে ঝুলে যদি স্বৈরাচার।
আনন্দ উল্লাস বিজয় মাতমে দখলে নিয়েছো গণভবন
দেশ প্রেমিক আর বরেণ্য দ্বারা গড়ো যোগ্য শাসন।

আমাদের এই সোনার বাংলায় আমরা  জনগণ
ভুল মানুষের দখলে গেলে হারাবে গণভবন।
বৈষম্য বিরোধ জয় করেছ আদায় করেছো অধিকার
সমান সুযোগ নিশ্চিত কর সবাই সন্তান বাংলার।

স্বৈরাচারের ঋণের বোঝা পড়বে এসে ঘাড়ে
সকল টাকা করেছে উধাও বিদেশে পাচার করে।
শূন্য রিজার্ভ ভরতে হবে করতে হবে আয়
প্রবাসী আর শিল্পপতির রয়েছে বেশি  দায়।

বুদ্ধিজীবী, আইনজীবী সাংবাদিকের মনন  
শ্রমজীবী, মৎস্যজীবী সব মিলে উন্নয়ন।
রুখতে হবে ষড়যন্ত্র এখনো যা আছে।
দেশের ভিতর অহরহ, রয়েছে যেমন বিদেশে।

তোমরা যারা অগ্রপথীক তোমরাই ধর হাল।
উঁচু করে রাখতে হবে সোনার বাংলার মান।
একাত্তরে স্বাধীনতা, দুই হাজার চব্বিশে অধিকার
আর চাইনা যুদ্ধ মোরা আর না চাই কোন স্বৈরাচার।