নষ্ট জাত
**********
কিছু ভুল শুধরে নেয়া যায়
ভূল কথা নির্ভুল ভাবে বলা যায়
বেঁকে যাওয়া চুলও সোজা করা যায়
বাঁধ দিলে নদীও গতিপথ বদলায়
তবে কিছু মানুষ কখনো বদলায় না
যেমনটা তেমনই থেকে যায়।
স্বভাব, চরিত্র, রংঢং কিছুই বদলায় না
চিতার আগুনে জ্বলেও বদলায় না
তার সমস্ত হেতু বাতাসে ঘুরে বেড়ায়।
ভালো মানুষ নষ্ট হতে পারে সহজেই
তবে নষ্ট মনের মানুষ কখনো ভাল হয় না
তারা স্বভাবতই জীবনকাল নষ্ট
তারা ভাল কথায় স্মিমিত, নষ্ট কথায় উজ্জীবিত
ভাল কথা উপলব্ধিতে ব্যতিক্রম
তবে মন্দ স্থানে সর্বাগ্রে আগমন
যেমনটা শূকর-শূকরী।
সাঁতার না জানা মানুষ ডুবলেও ভেসে উঠে
তার বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষায়।
নূয়ে পরা গাছটা পরিচর্যায় সোজা হয়ে দাঁড়ায়
তার বাধ্যগত প্রকৃতি বৈচিত্র্য অনুধাবনে।
সুন্দর চাঁদটাও কখনো মেঘে আড়াল হয়ে যায়
আবার দৃশ্যমান হয় তার জাগ্রত ইচ্ছায়।
মরুভূমির পাথর দিনে উত্তপ্ত হয়ে রাতে ঠান্ডা হয়
শুধুমাত্র তার স্বভাব ভাব বজায় রাখতে।
জোয়ারে সমুদ্রের ঢেউ ওঠে ভাটায় স্মিত হয়
তার আশ্রিত প্রাণী কূলের কান্নায়।
সবকিছুতেই পরিবর্তন আসে, পরিবর্তন হয়
নেশাখোর নেশা ছাড়তে পারে
নীতিগত চাপে বিচারক তার রায় বদলায়
তবে নষ্ট মনের মানুষ কখনো বদলায় না
নষ্টই থেকে যায়, তাদের জাত নষ্ট বলে।
।।।।।।।।।।