নষ্ট প্রেম
*********

প্রেমময় নৈপুণ্যে চূর্ণিত প্রণয় নীতি
শোধনের বিবরে খসে পড়ে আচম্বিত
পাশবিক বেষ্টনীতে ব্যাপৃত প্রেম
অনর্থক কাঁদে অধীর কাতরতায়।

বিমোহিত অন্তরে আত্মার রোদন
অকারণে নিস্ফল সমর্পণ বোধ
বিকৃত অভিনিবেশ শুধুই বিড়ম্বনা
নিঃসৃত হৃদয়ের অভিলাষ পরিত্যাজ্য।

ভ্রান্ত ধারণায় আন্তরিকতার রোধ
অন্তরিন্দ্রিয় বিবেচনার সিদ্ধ বাসনা
স্মৃতি মূর্ছিত হৃদয়ের অভিনিবেশ
অন্তঃকরণ বিবেচনায় অনুরাগমুক্ত।

নষ্ট ভ্রষ্ট প্রেমের স্খলিত অভিযোগ
নিষ্পাদিত বিজাতিক আত্মকেন্দ্রিয়
দুর্বিপাকে রচিত অখ্যাত অপপ্রচার
মনুষ্যত্বহীন প্রেমের সৃজিত দন্তরুচি।

------------------------------
লেখা- ১৬/০৩/২০২৩ ইং, ঢাকা।