নষ্ট কথা
*********
কথার মাঝেই মানুষের আচরণ
স্বাতন্ত্র আচরণে ব্যক্তিত্ব বিবরণ।
ভাব-আবেগে অনুভূতির প্রকাশ
অঙ্গভঙ্গি সঞ্চালনে অর্ধ বিকাশ।
বলার মাঝে হয় তার পরিপূর্ণতা
না বলা কথা ভাবের অসামর্থ্যতা।

নষ্ট কথার কষ্ট বেশি বোধগম্যতা
প্যাচানো কথা রুঢতায় অসমতা।
কথার কষ্ট তুষের আগুনের ধম
দহনে জ্বলে গলে পরার উপক্রম।
বিকৃত কথা বিকারপ্রাপ্ত আসক্তি
সত্যের মাঝে অসত্যের অপযুক্তি।

আলোতে বদলে যায় দেহের রং
কথার কষ্ট মনে থাকে আজীবন।
নীলের মাঝে কাল ছাপ অস্পষ্ট
কাল বৃত্তে সাদা বিন্দুটাও স্পষ্ট।
অনেক কষ্ট সহনীয় শুদ্ধির তরে
সহেনা যদি কথার আঘাতে মারে।