নষ্ট
******************

নষ্ট তুমি শুরু থেকে শেষ অবধি
যে মিথ্যায় তোমার প্রেম স্পন্দিত
সত্যে অনুরূপ আতঙ্ক কম্পন  
আপাদমস্তক অযথার্থ তুমি।

নিত্য লজ্জায় হারিয়ে ফেলি প্রেম
যেমন হারিয়ে গেছ তুমি, অমূলক
দুষ্ট নষ্ট তোমার অনুরক্তি
নষ্ট তোমার অনন্ত জীবন।

উন্মাদ মস্তিষ্ক তোমার বিকৃত
পচনে দূষিত তরল, কলুষিত
ভাব নষ্ট, রূপ নষ্ট, যৌবন নষ্ট
অযাচিত স্পর্শে উত্তপ্ত শরীর নষ্ট।

প্রসঙ্গত চাওয়ার ন্যূনতম অভিলাষ  
ভেতর, বাহির লুপ্ত তোমার ভুবন
সিদ্ধ মনোবসনা তৃপ্ত তোমার
দহনে সর্বভুক, চিত্তে  অগ্নিশিখা।