নচেৎ
*****
অস্থিরতায় পিষে গেলাম
শান্তি-অশান্তির গ্যারাকলে
হেরে গেলাম সব হারিয়ে
অবাধ্যতার মায়াজালে।
কষ্ট পেয়ে নষ্ট হলাম
কথা-কুথার মায়াজালে
ভ্রষ্টতায় অচল জীবন
নিলাম মেনে অকালে।
সাধু জীবন শিশির বিন্দু
ক্ষণিক সময়ে মূহ্যমান
দুষ্টু জীবন রাক্ষুসে চোখ
অসততা নিয়ে দন্ডায়মান।
ভাল স্বভাবের দুরাবস্থা
মন্দ স্বভাবের বিজয়
সত্য কথায় সন্দেহ জাগে
মিথ্যায় জড়ালে নেই ভয়।
বিফলতা নিয়ে জয়ি হই
হেরে যাই যবে সততা নিয়ে
কান্না পেলে হাসতে থাকি
সফলতা এড়াই ব্যর্থতা দিয়ে।