নিস্পেষিত
*******

আমি কাপুরুষ ছিলাম না কখনোই
প্রেমিক ছিলাম, সত্যিকারের প্রেমিক।
সে কারণেই প্রতিবাদগুলো করা হয়নি
সকল যন্ত্রনা মেনে নিয়েছি নীরবে
গোপন করে রেখেছি সকল অভিযোগ
অসহায় হয়ে সয়েছি নীজ ভেবে
যেন প্রতিবাদে তুমি কষ্ট না পাও।

কোন কষ্ট আমাকে কাঁদাতে পারেনা
কষ্টের বিষদাত আমি ভাঙতে পাড়ি
অবহেলার যন্ত্রনা আমি সইতে পারিনা
তাইতো কাঁদি তোমার নিংড়ানো অনাদরে।
আমি মন পিয়াসী, জোর করে আদায়ে অবিশ্বাসী
গুটিয়ে নিয়ে স্থবির থাকি, বাধ্য করিনা শক্তিবলে।

ডানা ভাঙা পাখি যেমন থুবড়ে পড়ে স্তরে
মন ভাঙা দেহ আমার ঠিক তেমনি অচল
আসল পুরুষের আসক্তি নারীর মনে
দেহ নয়, আমি বিশ্বাস করি মনের সৌন্দর্য  
মন আসক্ত পুরুষ ধ্বংস করতে পারে নিজ জীবন
তাইতো আধিপত্য ত্যাগী দেবদাসের জন্ম হয়।

আমি অবহেলার কষ্টগুলো লালন করি
দত্তক দিয়ে কখনও স্বত্ত্ব ত্যাগ করিনা।