আমাকে এখন কেও খোজে না
কথা বলতেও সবার অসম্ভব বিরক্তি
কেমন আছি, কোথায় আছি!
কেও কখনও জানতেও চায়না।

সম্পর্কগুলো কি এমনই হয়?
মানুষের কাছে প্রাপ্তিটাই সবকিছু
কিছু দেয়ার সাধ্য যখন ফুরিয়ে যায়
সকল সম্পর্ক নষ্ট হয় অনায়াসে।
আত্নার সম্পর্ক, রক্তের সম্পর্ক
বন্ধুরাও চলে যায় অচেনাদের দলে।
বন্ধন গুলো কি এমনই হয়?
স্বার্থ ছাড়া কি কেউ থাকে না?

আজ আমার কেঊ নেই
কোথাও কোন শব্দ নেই
পরিচিত গলার আওয়াজ নেই
সব কিছু ফাকা, শূন্যতায় ভরা।
আমি কোথাও বসতে পারিনা
না পারি কোথাও দাড়াতে
শরীরের রগগুলো টেনে ধরে।
গাছ মরে যায়, পাখি ঊড়ে যায়
আকাশ কাল হয়ে নক্ষত্রগুলো লুকিয়ে থাকে
সবাই, সবকিছু পালায় আমাকে দেখে
আমি ছাড়া আজ কিছু নেই আমার।

আমিও আমাকে ছেড়ে যাব একদিন
যেদিন কাদবে সবাই আমাকে ঘিরে।
টেবিলে রাখা ডায়রি থেকে পড়ে নিও
“কেউ কোলাহলে থেকেও একা।
কেউ সবার থেকে দূরে থেকে একা।
কেউ বা একা হাজার ভিড়ের মাঝেও
দিন শেষে আসলে সবাই একা
প্রশ্ন জাগে মনে- কেন এই নিঃসঙ্গতা?”