নিরভিমান
----------
নিরাশা আমায় হতাশ করেনি
আমিই হতাশাকে নিরাশ করেছি।
কষ্ট আমাকে কাঁদাতে পারেনি
আমিই কাঁদিয়েছি আমার কষ্টগুলোকে।
যে নিজেই নিরাশ, নিজেই কষ্টের ভাড়
সেখানে কান্নার আস্ফালন অবাঞ্ছিত
আগুন কখনও আগুনকে পোড়াতে পারে?
নিরর্থক আমায় অর্থহীন করেনি
আমিই আঁকড়ে ধরেছি নিরর্থকতাকে।
অপবাদ আমাকে কলংকিত করেনি
নিজেই কলংকিত করেছি অপবাদকে।
নষ্ট হওয়ার কষ্ট আমায় স্পর্শ করেনি
ডুবন্ত ঝিনুকের উত্তাল ঢেউয়ের কিসের ভয়?
দূরত্ব আমায় পৃথক রাখেনি
আমিই পার্থক্যকে কাছে টেনেছি।
অনাসক্তি আমায় উদাসীন করেনি
আমিই উদাসীন করেছি অনাসক্তিকে।
দূরত্ব আর ঘৃণা আমায় ভাবায় না।
অন্ধকারের কিসের ভয় অমাবস্যা রাতে?
নির্লিপ্ততা আমায় নিঃসম্পর্ক করেনি
আমি নিজেই বিশুদ্ধ বৈরাগ্য হয়েছি।
অনিচ্ছা আমায় ভালোবাসাহীন করেনি
আমিই ইচ্ছাকে ভালোবাসা শূন্য করেছি।
ভালোবাসা আর ব্যর্থতা আমার প্রযোজ্য নয়
মৃতকে কি মৃত্যু আলিঙ্গন করতে পারে?
অভিমানহীন আমি অনাদরের অবহেলা
পরিহাসে আছে শুধু তাচ্ছিল্য আর অবজ্ঞা।