নিরসন
*****
মিথ্যে দ্বন্দ অন্তরালে মনে বড় ভূল
নিত্য চলে মৃত কথা চরম বিষাদে
আশা ছিল শুভালয়ে হাতে দেব ফুল
রাখব মনের মত আনন্দ প্রাসাদে।
সংশয়ে ঘিরে থাকে সারা দিন রাত
মায়া ভরা চোখ হাসে তবুও বিমুখ
ভালবাসা বুকে নিয়ে করছে আঘাত
অন্ধকার কাছে টেনে দূরে রাখে সুখ।
ভরে গেল মন আজ দাড়িয়েছে পাশে
অবাক দেখছি তাকে মনের ছায়ায়
বলছে কথা প্রণয়ে একক নি:শ্বাসে
হঠাৎ স্পর্শ চিবুকে গুমোট মায়ায়।
আজীবন তুমি আমি চোখে চোখে থাকা
অগ্নি দাহ ভালবাসা তুমি মোর শিখা।