নির্ঘুম রাত
***********
একরত্তি ঘুম নেই চোখে
রাতের পর রাত চলে যায় নির্ঘুম
চোখ বুজলেও চোখের পাতা মিশেনা পরষ্পর
নিস্তব্দ নিরবতায় সকলের চোখ যখন নিদ্রায়
আমি তখন নিদ্রাহীন তোমার ভাবনায়
রাত দ্বিপ্রহর, ত্রিপ্রহর অনিদ্রায় অবিচল।

আমার চোখ দুটো খুব বেশি রক্ত লাল
ঘুমহীন রাত্রির প্রতিফলন নয়;
তোমার ভাবনায় চোখে রক্ত-অশ্রু’র ছাপ
অবিরত অশ্রুপাতে চোখের অশ্রু শূন্যতা
এখন তাই রক্ত ঝরে নিঃশেষে
ক্রোধের রক্ত নয়; বিধুর সঞ্চালিত রক্ত।

ঘুমের লোলুপে খোয়াতে চাইনা তোমায়
অবচেতনের নিঁখোজ
তন্দ্রা আচ্ছাদনে হারাবার ভয় মনে
তাইতো জেগে থাকি প্রতিটি রজনী
নিজেকে রক্ষা করি নৈশ প্রহরীর কার্যে
তোমাতে যেন অনুভব কবি প্রতিটি ক্ষণে।

তোমার অপেক্ষায় শত-সহস্র যামিনী
অপলক কাটাই স্বতস্ফূর্ততায়
তুমি ঘুমাও বেশ করে নিরুপদ্রবে
যেন ভরতি ঘুমে শুধু আমাকে স্বপ্ন দেখ।
।।।।।।।।।।