কোন কষ্ট নেই আমার
আমার নামই আজ কষ্ট,
অনুভূতি আর নাম যার এক
তা-কি আর আলাদা হয়?
পরিচয় হারিয়েছি যার কারণে
সেই আজ অপরিচিত।

উপর-নীচ, ডান-বাম
সকল দিক পূরণ করে
ভালবেসেছি তোমায়,
ভেবেনি কখনো আজ অবদি
আমার কোন পাশ শূন্য হয়েছে,
মিলাইনি হিসেব কখনও
দিয়েছি যত আর পেয়েছি কত!

ভালবাসি তোমায়। অনেক বেশি
অনেক মোহতায়,
বড্ড বেশি মায়ায় ভালবাসি।
কতটুকু? যতটুকুতে নি:স হয় মানুষ।
হারিয়ে ফেলে নিজ পরিচয়।
বাকী জীবন, অনন্তকাল
কাটবে শূন্যতায়, নিরবতায়
ভালবাসিগো তোমায়, অনেক মায়ায়।