নিদর্শন
********
এমনটা না করলেই কি নয়?
মানুষ তার জীবন একবারই তো পায়
কি লাভ আছে পিছনের দিকে টেনে!
ঠুংকু দেমাগের অশালীন মন্দ কথা শুনে।
সংযত, ক্ষমতা আর সহনশীলতার হাত
তারাই বাড়ায় যারা প্রকৃত ভাল মানুষের জাত
কষ্ট ব্যথা যেথায় যথা
ভূলে গিয়ে তথাকথিত প্রথা
শান্তিটুকু বজায় রাখে অন্যের সম্মানে
তারাই জাতের সঠিক মতের অম্লানে।
এমনটা না ঘটালেই কি নয়?
যে ঘটনায় সকলের শান্তি নষ্ট হয়।
লাভ কি আছে অন্যের গায়ে কাদা ছুড়ে!
মিথ্যে গরিমায় নিজের ভূল অস্বীকার করে।
দ্বন্ধে থেকে মন্দ ছড়িয়ে হয়না সমাধান
অন্যের সম্মান কেড়ে নিলে বাড়ে নিজ অসম্মান
নিজেই সঠিক ভাবনাটা বেঠিক
বলতে শেখা কথার ওজন মাফিক
গুরুত্ব যদি আসে মনে অন্যের প্রয়োজন
পাশে এসে ভালবাসে যারা ছিল কুজন।
যদি না হয় অন্তরিন্দ্রিয় অন্তঃকরণ
সমাধানের বোধ চিত্ত অনর্থক বিবর্তন।
অন্যের সম্মান মূল্যায়নের অবদান
মানুষের যে ভাল জাত রাখে তার প্রমাণ।
।।।।।।।।।।।।