অভিমান
*********

অভিমান চলে গেছে অনেক আগে
অপমানের কথাগুলো ভুলে গেছি
শুধুমাত্র দাগ গুলো রয়ে গেছে
ঘষে-মেজেও মুছতে পারছিনা
কিছু কালো কিছু কৃষ্ণবর্ণ হয়ে ফুটে আছে
অপমানের দাগগুলো চটচটে আঠাল হয়।

প্রিয়জনের উপেক্ষা ও অনাদরের ক্ষোভ  
মনোবেদনা থেকে জম্ন নেয় অভিমান
অভিমান কোন অহংকার নয়;
অভিমান হলো বিশ্বাসের অভিজ্ঞতা
যে ভালবাসায় বিশ্বাস সুস্পষ্ট
অভিমান সেই সুস্পষ্টতার অধিকার।

ভিন্নমত প্রতিফলনে প্রতিবাদ হয়
অভিমানও এক প্রকার নিরব প্রতিবাদ
ঐক্যমত হলে সোনায় সোহাগা
না হলে নিজে থেকে অভিমান নিধন
অভিমানে প্রকৃত ভালবাসা বিনাস হয়না
অভিমান মূল্যায়ন ভালবাসার অধিকার।

.।।।।।।।।।।।