নীল ব্যথা
****************

তোমাকে বোঝাতে পারিনি
আমি কতটুকু ভালবাসি তোমায়
এক ভূতল ভালোবাসা আমার বুকে
মহাকাশের যতটুকু নক্ষত্রের আলো
ততটুকু জ্যোতি নিয়ে তুমি মনে ভাস্বর।
  
পরিণতিটা এমন না হলে কি ক্ষতি হতো?
যাই ছিল, যেমন ছিল- ভালইতো ছিল
মুহূর্তের একটা ক্ষণও ভুলে থাকা যায় না
আমার প্রতিটা নিঃশ্বাসে কান্নার ঢেঁকুর
তোমার কি কান্না পায় আমাকে ভেবে?

প্রতিহিংসার প্রতিশোধে মাতাল তুমি
এতটুকু ভুলের এতটা শাস্তি অসঙ্গত
ভুলের প্রতিও অবিচার  হয়ে গেছে
সামান্য ভ্রান্তি, একটু ক্লেশ আর অল্প বিরোধ
এর শাস্তি কি পাথর চাপা কঠিন হয়?

কষ্টের পদাঘাতে থেতলে গেছে আমার বুক
হৃৎকমল পিষে গেছে, স্ফূরন শূন্য
যতটুকু দম আছে তাতে তোমারই সুবাস
ঘনীভূত কষ্টগুলো নীল। তোমার শাড়ীর মত।
যে শাড়ির পার লাল, আমার রক্তের মত।