নারী
*****

সৃষ্টিতে তুমি অবাক বিস্ময়কর
তোমার তুলনায় তুমি নিরন্তর।
দুই কুঠরির নিষিদ্ধ প্রবেশ ঘর
কোমলতায় ঘেরা কঠিন অন্তর।

মৃদু স্বভাবের স্থির তোমার হৃদয়
স্বার্থ ত্যাগে হয় না কোন ব্যত্যয়।
চিত্ত তোমার আকাশ সম প্রসার
সংকোচনে অস্তিত্বহীন আকার।

মনোবলে তুমি গিরি আরোহিণী
ব্যতিক্রমে আত্মাকে কর বিদেহী।
স্বচ্ছ তোমার ভালোবাসার পরশ
ফরিয়াদে কাঁপে বিধাতার আরশ।

তুমি নিখুঁত মায়াবী, ভয়হীন উদ্যম
অটল শান্ত মায়া, তোমাতে সম্ভ্রম।
তোমার অবিশ্বস্ততায় জগৎ ধ্বংস
তোমাতে শুপ্ত বিশ্ব পুরুষের সর্বস্ব।

ললাটে তোমার উজ্জ্বল চন্দ্র ছাপ
তোমার চোখে ব্যাঘ্র নর কুপোকাত।
তোমাতে নিহিত অজানা এক শক্তি
তোমার পরশে ভালবাসা পায় মুক্তি।
    
তুমি শ্রদ্ধায়, তুমি যত্নে, তুমি মায়ায়
সৃষ্টির অস্তিত্বে তুমি, ধ্বংস অন্যথায়।
যে রূপে থাকো তুমি তাতেই কার্যকরী
তুমি মা, ভগ্নি, বধু, তুমি অনন্যা নারী।
।।।।।।।।