ন বোধ
********
নির্মমতায় যখন বাধা পড়ে
মন ভূলে যায় অনেক কিছু
বোধের চেয়ে শোধ বড় হলে
আপন উপেক্ষায় পর আপন।
কান্না করা গোপনীয় স্বভাব
নির্জনের স্বভাব নিরবতা
ভুলে থাকা পাষান চরিত্র
ছাড়ার স্বভাব স্বার্থ-সাধক।
জীবিত কেও মরতে চায়না
মৃত কভূ জীবিত হতে পারেনা
হারানো ধন ফিরে আসেনা
জুলুমের প্রাপ্তিতে তৃপ্তি আসেনা।
মুক্ত স্বাধীনতা স্বাদে তৃপ্তিহীন
আবদ্ধ পরাধীনতা বেশি নির্দয়
অপমানের সম্পর্ক অসম্মানীত
সম্মানের বন্ধন নিখুঁত সমাদৃত।