(কবিতাটি ইসলাম ধর্মের একটি মতবাদ অনুযায়ী লেখা। যদিও এ ধর্মেরই আরও মতবাদ রয়েছে। সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি- অন্যান্য ধর্মের মতবাদ অনুযায়ী হয়তবা মিলবেনা।)

মৃত্যু-পবিত্র আত্মা
*************

মৃত্যু শয্যায় শায়িত আত্মা- ফেরেস্তাকে ভয় পায়
বিশ্বাসী ও ভালো মানুষ- সালাম পেয়ে যায়।
ডেকে বলে ভয় করোনা- পবিত্র আত্মা তুমি
পালনকর্তার ক্ষমা প্রীতি- নিয়ে এসেছি আমি।
ফেরেস্তাগণ অভয় দানে- বসেন তার পাশে
হাত বুলিয়ে আদর করে- হাসে তাকে দেখে।
ডেকে বলে ভয় পেয়োনা- তোমার কষ্ট নাই
ভাল মানুষ, পূণ্যবান তুমি- যন্ত্রনা হবেনা তাই।

বেরিয়ে আসে পূণ্য আত্মা- দেহ থেকে সহজে
পূর্ণ জগের পানির ফোঁটা- উপচে যেমন নিঃশব্দে।
দুই ফেরেস্তা আসে তখন- হাতে নিয়ে নরম চাদর
আবৃত করে আকাশে চলে- দিয়ে পরম আদর।
আকাশেতে চলার পথে- অনেক ফেরেস্তা আসে
সুগন্ধ ভরা সুন্দর আত্মা- নিয়ে চলেছ কাকে?
ফেরেস্তারা উত্তরে বলে- “অমুকের সন্তান অমুক”
ধন্য বাবার পূণ্য সন্তান- আরশের মালিক জানুক।

ফেরেস্তাগন সালাম করে- আবার জিজ্ঞেস করে
কি করেছে এই আত্মা- রয়েছে সুঘ্রাণ ভরে?
বহনকারী ফেরেস্তাগণ- আবার জবাব দেয়
ভালো মানুষ খাটি বান্দা- জমিনের মানুষ কয়।
জমিনেতে দেহকে যখন- কবর দেয়া হয়
আত্নাকে ফিরিয়ে দিতে- রব ডেকে কয়
মাটি থেকে সৃষ্ট মানুষ- মাটিতেই মিশে রবে
যেদিন হবে বিচার দিবস- সেদিন ডাকা হবে।

মৃতদেহকে কবরে রেখে- সবাই চলে যাবে যখন
মুনকার নাকির দুই ফেরেস্তা- কবরে রবে তখন
সৃষ্টিকর্তা, ধর্ম ও নবী- এই তিন পরীক্ষা হবে
ফেরেস্তাদ্বয় চলে গেলে- আবার একাকী রবে।
অন্ধকারে অজানা ভয়ে- চরম ভয় আশংকায়
কোথায় যাবে, কি হবে- অস্থির হবে ভাবনায়।
সুন্দর সাজে হাসি মুখে- হঠাৎ আসিবে একজন
প্রশ্ন করে জেনে যাবে- এটাই তার পূণ্য ‘আমল’।

সু-সংবাদে ‘আমল’ জানায়- উত্তীর্ণ তুমি পরীক্ষায়
তোমার জন্য আছে জান্নাত- দেখিতে কি মন চায়?
আত্মাটি ভীষণ খুশি- জান্নাত দেখতে চায়
আমলের কথামতো ঘুরে- ডান দিকে তাকায়
কবরের দেয়ালটি নেই- দেখে নীজের চোখে
অনেক দূরে জান্নাত দেখে- হাসি ফুটে মুখে।
জান্নাতের এই রূপ দেখে- চোখ পলক হারা
প্রশান্তির জান্নাতে যেতে- দিতে থাকবে তাড়া।

‘আমল’ বলে শেষ দিবসে- কিয়ামত যেদিন হবে
সূক্ষ বিচার শেষ হলে- ঐ জান্নাত তুমি পাবে।
ভয় পেও না আছি আমি- তোমার সঙ্গ দিবো
শেষ দিবসের শেষ মূহুর্ত- তোমার সাথে রবো।
আমি তোমার পূণ্য কর্ম- অন্ধকার কবরের সাথী
ঘুমাও তুমি আরাম করে- বুজো তোমার আঁখি।
ব্যকুলতা দূর হয়ে যায়- প্রশান্তি আসে মনে
ঘুমিয়ে রবে সারাক্ষণ- জাগবে বিচারের দিনে।

–-----------------------
লেখা- ২৪/১০/২০১৮