(কবিতাটি ইসলাম ধর্মের একটি মতবাদ অনুযায়ী লেখা। যদিও এ ধর্মেরই আরও মতবাদ রয়েছে। সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি- অন্যান্য ধর্মের মতবাদ অনুযায়ী হয়তবা মিলবেনা।)
মৃত্যু- পাপী আত্মা
***************
মৃত্যু যেদিন ঘনিয়ে আসে পাপী মানুষের কাছে
থরথরিয়ে কাঁপাতে থাকে অজানা ভয়ের মাঝে।
কালো বর্ণের ফেরেশতাগণ দাড়ায় কাছে এসে
এত ভয়ংকর চেহারা কভূ দেখেনি সে আগে।
সাথে থাকে ময়লা কাপড় বিশ্রি দুর্গন্ধ তাতে
চোখের দৃষ্টি যতদূর যায় তথায় দেখতে থাকে।
বড় ফেরেশতা এসে যখন বসে মাথার পাশে
ক্রোধ আর অসন্তোষে প্রচন্ড রেগে থাকে।
পাপী আত্মা দেখে যখন ফেরেশতার লাল চোখ
প্রচন্ড ভয়ে লোকাতে চায় শরীরের ভিন্ন দিক।
ফেরেশতা তখন চেপে ধরে এমনভাবে টানে
যেমনিভাবে উল্টো ঝুলিয়ে চামড়া ছিলে আনে।
এমন যন্ত্রনা নেই কিছুতেই আছে বর্ণনায়
মাংশপেশি শিরা উপশিরা ছিন্ন-ভিন্ন হয়ে যায়।
চামড়া ছিলে মরিচ লাগালে যেমনটা যন্ত্রনা হয়
দেহ ত্যাগে শত বেশি আত্মা যদি হয় পাপময়।
টেনে বের করে ছূড়ে ফেলে দুর্গন্ধ ছড়ায় চারদিক
শাপ দিয়ে ফেরেশতাগণ কাপড়ে রেখে দেয় ঘিট
তারপরও দুর্গন্ধ ছড়ায় সহ্য করতে না পারে
চোখের পলকে যায় আকাশে চেপে আত্মারে।
ফেরেশতারা জিজ্ঞেস করে নিয়ে এসেছ কাকে?
সে “অমুকের সন্তান অমুক” চেপে রেখেছি যাকে।
যেখানে যায় সেখানে মানা সাড়া আকাশে দুর্গন্ধ
উর্ধাকাশে যাওয়া নিষেধ দরজা হয়ে যায় বন্ধ।
বলেন সৃষ্টিকর্তা বদ আত্মা, কররে ফিরিয়ে দাও
যমিনের নীচে সিজ্জীনেতে নামটি লিখে নাও।
কবরে রাখা দেহের ভিতর আত্মা ফিরে আসে
হঠাৎ দেখে দুই ফেরেশতা দাঁড়ায় তার পাশে।
জিজ্ঞাস করে প্রভূর কথা বলতে নাহি পারে
নবী ও ধর্মের কথা শুন আফসোস শুরু করে।
মিথ্যা বাদী, বদ আত্মার ঘোষনা আকাশ থেকে
দোযখের দরজা খোল গরম বাতাস যেন আসে।
বিছিয়ে দিবে কাটার বিছানা সংকীর্ণ হবে কবর
বাম পাজরের হাড় ডুকিবে ডান পাজরের ভিতর।
বিষাক্ত সাপ বিচ্ছু পোকা দাঁড়িয়ে রবে চারদিকে
দোযখের লেলিহান শিখা দেখবে নীজের চোখে।
আসিবে একজন ভীষণ কাল দেখতে ভয়ংকর
বিশ্রী চেহারার প্রকাশ দেখে কেপে যাবে অন্তর।
জানাবে নিজে আমি আমল তোমার পাপের খাত
শাস্তি তোমার অবিরাম যতদিন না হবে কিয়ামত।
--------------------
লেখা- ২৭/১০/২০১৮