মনের শূন্যতা
*********

কিছু মানুষ কখনো আপন হয় না
কাছে আসে শুধু নিজের প্রয়োজনে
কিছু মানুষ আপনকেও মনে রাখে না
ডাকে শুধু কোন না কোন আবশ্যকতায়।
নিরাশা কভূ আকাঙ্ক্ষাকে আশাহত করেনা
আকাঙ্ক্ষা আশাহত হয় মনের হতাশায়
মনের ভালোবাসা কোন কালেও হারায় না  
হারিয়ে যায় শুধু ভালবাসার প্রতারক।

শূন্যতা মানুষের প্রয়োজনীয়তা শিক্ষা দেয়
দূরে রেখে শেখাতে হয় ভালোবাসার শূন্যতা
পাশে থাকায় বোধগুলো যখন ভোঁতা হয়ে যায়
তখন নিঃসঙ্গতা শিখিয়ে দেয় একাকিত্বের যন্ত্রনা
শব্দহীন দিন আর নির্ঘুম রাতের প্রণয় শূন্যতা

কিছু কিছু শূন্যতা অপূর্ণ থাকাই  ভালো।
সব শূন্যতা পূর্ণ হলে- মন প্রেম শূন্য হয়ে যায়
উজান ভরপুর বলেই নদীর প্রবাহ ভাটিতে
ঝর্ণাধারা, চাঁদের আলোও উচ্চভাগে পৌঁছায়না
ঘাটতি বা শূন্যতার দিকেই ছুটে চলে অবিরাম।
নক্ষত্র বিহীন আকাশটাও চোখে দেখা যায়না
মন তা যতই বিশাল হোক- ভালবাসাহীন তা শূন্য খাঁচা

--------------------------
লেখা: ২৯/০৪/২০১৭, ঢাকা।