মন চরিত্র
*******

এত বছরের ঘর আমার, অনেক বছরের প্রেম
নষ্ট করলে পরের কথায়, গুটিয়ে নিলে ধ্যান।
সত্য মননে সিক্ত হলেনা, নিঃস্ব করলে আমায়
বিকৃত কথায় স্খলিত হল, ভুল ছিল ভালবাসায়।  

কাঁদে কেন মন এমন করে, যে আমার সে তো দূরে
নিজ স্বার্থে করেছে একা, মেরেছে আমায় চিরতরে।
কতটুকু প্রেমে মানুষ বাঁধে, জিজ্ঞাসীনো তার কাছে
স্থাবর অস্থাবর সব ছেড়েছি, তবুও পাইনি তাকে।

এতটুকু শক্তি নেই আমার, পারিনা বাড়াতে জোর
যত বেশি হয়েছি বিনয়ী, তত বেশি তার অসুর।
জোর প্রয়োগে বেশ কিছু হয়, হয় না ভালোবাসা
ভ্রম সাগরে ডুবে গেলেও, কভু পূরণ হবে না আশা।

ভাবিনি কভু এমনিভাবে পাল্টে যাবে তুমি
কেন বুঝনা তুমি ছাড়া নিঃস্ব মানুষ আমি।
আজও ভাবি তুমি আমার, বলি পবিত্র মুখে
ভূল যদি ভাঙে কভূ, ফিরে এসো মোর বুকে।