মন
*****

দর্শনশাস্ত্রে মনের গবেষণা হয়েছে যুগ যুগ
মন হলো বুদ্ধি ও বিবেকের একত্রিত রূপ।
সাথে থাকে আবেগ, কল্পনা আর অনুভূতি
প্রকাশিত হয় মন থেকে চিন্তাশক্তির গতি।

প্লেটো, অ্যারিস্টটল আছেন যত দার্শনিক
মনকে করেছেন বিশ্লেষণ বহুবিদ তাত্ত্বিক।
শারীরিক আচরণের সবকিছু মনের প্রবৃত্তি
মস্তিষ্ক তাড়িত চিন্তাশক্তি মন দ্বারাই বিস্তৃতি।

সচেতনতা ও অবস্থান মন করে নিয়ন্ত্রণ
ভাল-মন্দ প্রকারণ মন দ্বারাই বিভাজন।
মনের মাঝেই নিহিত মানবিক অনুভূতি
মন কর্তৃক সম্পাদিত মানবিক কুপ্রকৃতি।

মানুষের আছে যত জৈবিক চাহিদার ধরণ
মনের সম্পর্কেই হয় নানা ধরনের আচরণ
ক্ষুধা, তৃঞ্চা, ঘুম, যৌনতা প্রয়োজনীয় রেচন
মনের সঙ্কেতে জাগ্রত হয় করতে তা পূরণ।

স্নেহ-প্রীতি, প্রেম-ভালবাসা’র যত সব রীতি
বুদ্ধি বৃত্তির বিচক্ষণতা মন ইশারায় পরিণতি।
ক্রোধ-হিংসা, ধ্বংস-ক্ষতি সবই মনের প্রকাশ
মনের ইচ্ছা উপলব্ধি স্বভাব তার বহিঃপ্রকাশ।

========