ভাল মানুষ বলেই যে ভাল প্রেমিক হওয়া যায়
এমন নিশ্চয়তা পাবার কোন কারণ নেই।
ভাল প্রেমিক হলেই যে ভাল স্বামী হওয়া যায়
সেটা ভেবে নেয়ার কোন উপায় নেই।
ভাল মানুষ, প্রেমিক, সংসার- ভিন্ন সত্তা
ভিন্ন ধারায়, ভিন্ন প্রবাহে, ভিন্ন চাহিদায় আবদ্ধ।

লজ্জা ছেড়ে স্ত্রীকে চুম্বন করলে
পাশের মানুষটি লজ্জায় দূরে সরে যায়।
মনে মনে বলে বাহ! কত ভাল স্বামী।
আড়ালে বসে প্রেমিকার হাতটি ধরলে
দূর থেকে দেখে মানুষ কাছে চলে আসে
উচ্চ গলায় বলে ছি:! এতোটা খারাপ?
একই মানুষ, গোত্রীয় কাজ, অনুভূতিও এক
অথচ সম্পর্কের আদলে সাদা-কালোর তফাৎ।

মমতাময়ী মা হলেই যে স্নেহময়ী শাশুরী হবে
এমনটি ভাবার কোন যুক্তিকতা নেই
এটার প্রতিও আস্থাশীল হওয়া বোকামী
প্রেমময়ী প্রেমিকা হলেই সে সোহাগি স্ত্রী হবে।
সম্পর্কের নিদিষ্ট কাজে মানুষ ভাল হয়
সম্পর্কের গুণগুলো যখন বিলুপ্ত হয়
তখনই সে অন্য মানুষ, মন্দ নামে পরিচিত।

একের ভিতর সবগুণ পাওয়া মুশকিল
কালে ভদ্রে কভূ যদি হয়
সেতো মানুষ নয়; মহামানব।