মদন
******

যে তোমার যোগ্য নয়
সে নয় তোমার জন্য;
তোমর জন্য সেই হয়
যার মাঝে নেই অন্য।

হৃদয়ে তবু ভাবছ তারে
যার ভাবনায় তুমি পর;
পরোক্ষ ভাবে রাখছ তবু
সেই মানুষের নিত্য খবর।

এতদিনে যে হয়নি তোমার
হবেনা সে আর কোনদিন
তবুও পাবার অটল বিশ্বাস
রেখেছ বুকে অমলিন।

যে তোমার পূর্ণ ভাবনায়
তার ভাবনায় তুমি শূন্য
বিশ্বাস তুমি যতই কর
তার ভূবনে আছে অন্য।

আর কতকাল কাদবে তুমি
থাকবে তার অপেক্ষায়!
প্রতিটি সেকেন্ড চেয়ে থাক
তার ফিরে আসার প্রতিক্ষায়

দিনে দিনে বছর শেষে
হলো দুই যুগ অতিক্রম
বুঝলেনা তুমি ছলচাতুরী
তুমি সত্যিই বড় মদন।

মদনগুলো এমনই হয়
বেশি কিছু তারা বুঝেনা
মনের মাঝে রাখে যারে
ভূলে যেতে কভূ পারেনা।

একবার ভালবাসে যারে
তাকে ছাড়া কিছু বুঝেনা
পরী সুন্দরী যাই আসুক
মনে কিছু তাদের ধরেনা।

হায়রে মদন এত রোদন!
বৃথা জীবন করছো পার
মত্ত মায়ায় নিছক কায়ায়
রাত-দিন পূজা করছ তার।

ভালবাসা যে বেদনা বিধুর
তুমি মদন তার প্রমাণ
প্রেমিক তুমি সাক্ষী আমি
প্রমাণ জমিন ও আসমান।
।।।।।।।।।।।