মিথ্যা
★★★★★★★★★

সত্যের সাথে তোমার অনেক উপহাস
মিথ্যার গভীরে হারিয়ে গেছ তুমি।
ডানে-বামে, সামনে-পেছনে সর্বত্র মিথ্যা
মিথ্যা তোমার মনে, মিথ্যা তোমার মগজে
স্পর্ধিত যন্ত্রণায় মিথ্যাও আজ বৈরাগ্য।

তোমার কথন মিথ্যা, তোমার প্রত্যয় মিথ্যা
মিথ্যা তোমার আদ্যপ্রান্ত ভালবাসা।
তোমার বোধ মিথ্যা, তোমার চিত্ত মিথ্যা
মিথ্যা তোমার অন্তঃকরণ।
হৃদয় বোধে মিথ্যা সঙ্কল্প তোমার
মিথ্যার মাঝে জাগ্রত তুমি আজীবন।

মিথ্যার দহনে জ্বলে গেছে তোমার জীবাত্না
তুমি মিথ্যার সর্বভুক, তুমি মিথ্যার অগ্নিশিখা
তোমার ভুত মিথ্যা, তোমার স্মৃতি মিথ্যা
মিথ্যা তোমার বিবেচনার অভিনিবেশ।
যে মিথ্যায় পুড়ে গেল অনুপম ভুবন।