মেধাবী ২০২৪
***********************
তুমি কে? আমি কে?--রাজাকার! রাজাকার!
কে বলেছে? কে বলেছে?---স্বৈরাচার, স্বৈরাচার।
অপ্রত্যাশিত আত্নঘাতি শ্লোগান
মেধাবীদের শ্লোগানে রাজপথ মুখরিত
এ যেন এক আত্ননিন্দার বহিঃপ্রকাশ।
কেমন শ্লোগান আমার স্বাধীনতা বাংলায়?
এই কি মূল্য বুকের তাজা রক্তের?
এটাই কি মায়ের ইজ্জতের দাম?
এ জন্যই কি বোনের বিধবা শাড়ি?
স্বাধীন বাংলা আমার বাবার জমিন
শিক্ষালয়ের মাটি আমার মায়ের আচল
রক্তচোষা নরপিচাশ জানোয়ার
বুলেটে কেন ছিন্ন বিন্ন মেধাবীর বুক!
চালা গুলি, ঝাজরা করে দে সবার দেহ
ছাড়বেনা রাজপথ। ওরা অগ্নি, ওরা মেধাবি।
দেখেছিস? আমার ভাই আবু সাঈদ
সে বাংলার বীর, চির-উন্নত শির
পেতেছে বুক, বুলেটে টলেনি
সিনা টান করে দাড়িয়ে থেকে বলেছে-
চালা গুলি, রক্ত খাবি খা–---
ফিরিয়ে দে আমার অধিকার
যা গিলে খেয়েছে স্বৈরাচার।
তুই মেধাহীন, গন্ডমূর্খ, নির্বোধ; নিরেট
মেধার মূল্য মেধাহীনদের কাছে মূল্যহীন।
তাইত কোটায় কবর হয়েছে অধিকারের
বাংলা জানে- এটা তোদের প্রতিশোধ, বদলা
মেধাশূন্য জাতি গঠনের পায়তারা
তুরা ঘৃণ্য, তুরা কলঙ্কিত, তুরা খুনী।
হবে বাংলার আরেক গণঅভ্যুত্থান
মিছিলে থাকা প্রতিটি বীর
বাংলা মায়ের মেধাবী সন্তান।