মায়া
*****
সম্পর্ক গড়লেই সম্পর্ক হয় না
সম্পর্কে মায়া থাকতে হয়
মায়া’ই বেঁধে রাখে সম্পর্কের মানুষকে।
সম্পর্ক হতে পারে অনেকের সাথে
কিন্তু সবার মায়ায় কি পড়া যায়?
মন চাইলেই বন্ধন গড়া যায়
তবে মায়ায় ফেলানো বড় কঠিন।
মায়া এক অদ্ভুত অনুভুতি
সঠিক কোনো মাত্রা নেই এর
জাগতিক নিয়ন্ত্রনহীন এর নিয়মনীতি, গতিবিধি।
বন্ধন বা সম্পর্কের মাঝেই মায়া’র জম্ন
তবে মাত্রা, উচ্চতা ও দখলদারিত্ব সম্পর্কের উর্ধ্বে
যেমনটা বাবার চেয়ে যখন সন্তান বেশি মানের হয়।
তাইতো সম্পর্ক না থাকেলেও মায়া রয়ে যায়।
বিন্দু পরিমাণ স্বার্থ দ্বারা মায়া প্রভাবিত হয়না
যদি হয় তাহলে তা মায়া নয়।
মায়া’র সীমা পরিসীমা গহীন গহব্বর
ধরা-ছোয়া যায়না, তবে অস্তিত্বে প্রবল
কোন বিশেষ বন্ধনে ইহা শৃংখলাবদ্ধ নয়।
অনুমানের বাইরে এর প্রভাবের ব্যাপকতা
তাই হয়তো রক্তের বন্ধনও ছিড়ে যায় মায়ার কাছে।
মায়া’র মোহে পালটে যায় চিন্তাধারা মূহুর্তেই।
সম্পর্কে যদি জড়াতেই হয়, মায়ায় হোক সে সম্পর্ক
আবেগের বন্ধন ক্ষণস্থায়ী, শধুই কান্না
মায়া’র মায়া যদি জাগে, আবেগ নিষ্প্রয়োজন।