মানুষ ও প্রকৃতি
**********
কি সুন্দর আমাদের এই পৃথিবী!
কত সুন্দর বিন্নাসে সাজানো এই ভূমন্ডল
অবাক করা সুন্দর সকাল, বিস্ময়কর গোধূলী
হিমালয়, নায়াগ্রা, সাহারা, আমাজন
প্রকৃতির সুন্দরে নিমজ্জিত যেন এই ধরিত্রী
অবলোকনে মূহুর্তে মন ভালো হয়ে যেতে বাধ্য
এরপরও মানুষ কষ্ট লুকিয়ে রাখে বুকের কোণে
হিংসা, বিদ্বেষ, পরনিন্দায় মত্ত জীবনে সর্বক্ষণ
কেউ কষ্টে কান্না চেপে রাখে, কেউ আবার হাসে।
মানুষ মরতে থাকে বিনাশ আর ধ্বংস লীলায়
ভাবেনা একটু দূরে আকাশটা কেন নূয়ে পড়েছে
জটিল আর কুটিল কথায় আঘাত করে গভীরে
তবে ইচ্ছে হলেই পারে সুন্দর করে কথা সাজাতে
যা সহজেই বিপ্ননতা ঠেকাতে পারে মূহুর্তেই।
মাঝে মাঝে নিজেকে অবাঞ্চিত মনে হয় পৃথিবীতে
মনে হয় মানুষ এত সুন্দর বসুন্ধরার উপযোগী নয়
প্রেমিকের জন্য প্রেমিকা, নরের জন্য নারী
সন্তানের জন্য বাবা, বসবাসের জন্য বাড়ী
সম্পর্ক গড়ে উঠে প্রয়োজন আর সাদৃশ্যের টানে
তবে মানুষ ও প্রকৃতির সাদৃশ্য কোথায়?
প্রকৃতি যথার্থ বশ্য দিন ও রাতের পালাবদলে
কিন্তু মানুষ জীবনের ধরণ পরিবর্তনে অতৃপ্ত
সুখী থেকে দু:খী, রাজা থেকে প্রজা, ধনী থেকে গরীব
এমন পরিবর্ত যেন অন্যায় সমতা মানুষের কাছে
ঝড়, বন্যা, ভূমিকম্প নিয়েও টিকে থাকে প্রকৃতি
কিন্তু মানুষ কেমন যেন অল্পতেই ক্ষিপ্ত হয়ে উঠে
প্রতিটি ঋতু পরিবর্তন প্রকৃতির চরিত্রের ভিন্নতা
কিন্তু মানুষ চরিত্রে রুক্ষতা, ক্রুদ্ধতা যেন অসহনীয়।
তাহলে মানুষ আর প্রকৃতির প্রেম কিসের টানে?
অরণ্যগুলো স্নিগ্ধতা বিলায় বিনিময় ছাড়াই
প্রাপ্তী ছাড়াই নদী, ঝর্ণা বয়ে চলে ক্লান্তিহীন
কিন্তু মানুষ স্বার্থ ছাড়া কথাও বলতে চায়না
প্রেমিকের আশা প্রেম, কর্মীর আশা উপার্জন
স্ত্রীর আশা শান্তিনীড়, শিক্ষকের আশা ফলাফল;
মানুষের প্রতিটা চরিত্রে শুধু পাওয়ার আশা
এমনকি ক্ষুধার্তকে রুটি দিতেও প্রসংশার আশা।
চাই চাই শব্দে কলুষিত হয়েছে মানুষের অন্তর
আর অন্তরের প্রশ্বাসে দুষিত হয়েছে প্রকৃতি।
-------------------------
লেখা: ০৮/১১/২০১৬। ঢাকা