মানুষ চরিত্র
**********

আমরা সবাই মানুষ জাতি, শ্রেষ্ঠ মর্যাদার আসন
শুরু থেকে আজ অবধি, শুনেছি এমন ভাষণ।
শ্রেষ্ঠত্বের কিছু গুণ থাকে, আছে কি-তা সবার মাঝে?
চরিত্র বিচারে অনেক মানুষ, পশুর চেয়েও বাজে।

প্রতারণা ও মিথ্যা বলা, নিত্য দিনের কাজ
উপর নীচে সবখানে, ভন্ড মানুষের সাজ।
শ্রেষ্ঠতো তাকেই বলে, যার কোন দোষ নাই
অসৎ কাজে মত্ত থাকে, তবুও শ্রেষ্ঠ বলে যাই।

শ্রেষ্ঠে’র মন উদার হয়, হিংসা থাকে না বুকে
মীমাংসার মন বর্গা রেখে, বিবাদ বাড়ায় তুপে।
অন্যের সুখে চোখ টাটায়, অন্তর পুড়ে হয় ছাই
কথার প্যাঁচে ফাঁদে ফেলে, সম্মান করে ছিনতাই।

শ্রেষ্ঠ উপমা নামেই শুধু, নেই শ্রেষ্ঠত্বের আলো
হরহামেশায় তাইতো শুনি, পশুও এর চেয়ে ভালো।
কত সুন্দর রূপে গঠন, বাহারি পোশাকে সাজে
অকৃতজ্ঞতা অনেক বেশি, উপকারী কোন কাজে।

ক্ষণে ক্ষণে রূপ বদলায়, বীভৎস হয় সুন্দর মুখ
চোখের গরম দেখলে পরে, ভয়ে কাঁপে বুক।
কেন এমন মানুষ জাতি!, কোথায় আমাদের ভুল?
ভাবলে পরে মাথা ঘুরে, মন হয় বড্ড ব্যাকুল।