মানশু
*******
বিশাল বোয়াল মাছের ঝোল
রসনা লোভে ঝরে মুখের লুল।
রান্নায় অনেক মসলার ঝাজ
তবু খেতে লাগে বেজায় স্বাদ।
পাশে বসা ক্ষুদার্ত বিড়াল ছানা
খেতে তাকে কেঊ করেনি মানা
মাছের কাটা সামনে দে’য়া কত
খাচ্ছেনা তেমন ভুখা সে যতো।
হাত ভূলিয়ে বললো কথা যখন
ম্যাও ম্যাও কান্না কষ্টের মতন
এ মাছ খাওয়া তার জন্য মানা
মা বলেছে বোয়াল তার মামা।
কত দরদ ভিন্ন প্রজাতির মাঝে
ক্ষুধার্ত পেট খায়না তবু লাজে।
স্বাদের খাবার করলোনা স্পর্শ
ত্যাগের সাথে সম্মানিত সম্পর্ক।
মানুষ-মানুষ দ্বন্দ্বের বিরূপ জাল
অযাচিত পশ্চাতে করছে বেহাল।
কথা ও কাজে ঘায়েল করে রাখে
নিজের দোষ পরের গায়ে মাখে।
দয়া হীন পশুর মতো করে লড়াই
মানুষ তবুও করে শ্রেষ্টত্বের বড়াই
পশু জন্তুদের অনেক বোধ আছে
কিছু মানুষ আজীব মানশু থাকে।
।।।।।।।।।
দ্রষ্টব্য: মানশু কোন অভিধানিক শব্দ নয়; মনগড়া শব্দ।
মানুষ আর পরশু মধ্যবর্তী কিছু একটা "মানশু"
মানুষের 'মান', পশুর 'শু'= মানশু