মানুষী
*******

এখন আর কাওকে বিশ্বাসে ধরে না
খুব ভয় পাই, ভয় পাই মানুষী কে
মানুষী এক বহুবর্ণময় জীব
সকল মানবিয় বৈশিষ্টে বেষ্টিত
মিথ্যা বলে সত্যের মত করে
বিশ্বাস ঘটাতে কেঁদে ফেলে
ভালবাসে অনাদরে আর ঘৃণা করে আদরে
যা কেবল মানুষী’ই পারে।

মানুষী খুব অদ্ভুত
কষ্ট দেয় ভীষণ মায়ায় জড়িয়ে
প্রেমে জড়িয়ে ঘৃণায় তাড়ায়
বাচিয়ে রাখে মারার জন্য
টিকিয়ে রাখে ভেঙে ফেলার আনন্দে
দুরে রেখে কাছে টানে মায়াবী জালে
সাহসী বানায় ভীতিকর ভয় দেখিয়ে
ভেসে থাকতে বলে গভীরতায় চেপে ধরে
আবার ঘরে টানে বাইরে ঠেলে দিয়ে।