মন
*****
মন এক বিচিত্র কারিগর
যাকে ভাবে আপন- সে আসলে পর।
মন এক বিচিত্র মাতব্বর
যে থাকে বাহিরে- তার জন্য বানায় ঘর।
মন বুঝেনা আপন পর
যে তাকে চর্বণ করে- আজীব তার সহচর।
পরিচিত মনের নিন্দার ঝর
অবিরত শোধনে ভালবাসার মানুষ পর
আসল নকল দ্বিধান্বিত মন
সুখ ঠেলে পীড়িত হয়ে হারায় আপনজন।
অশান্ত মনের নাস্তানাবুদ
সহ্য ধারণে অসহনীয় পার বছরের পর যুগ।
নিজের মনে অন্যের ঘর
যতনে শুয়ায় যারে- সে বড্ড স্বার্থপর
চেনা অচেনায় বিভ্রান্ত মন
পায়না কাছে তারে- যাকে খুজে সারাক্ষণ।
মনের মাঝে যে আপন- সে খোজে অন্য মন
সন্দেহ সংশয়ের মন হয়না কভূ কারও আপন।
।।।।।।।।